ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়, আপনারা অনেকে জানেন না ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার করব কিভাবে, আজকে এই আর্টিকেলে আপনাদেরকে বলবো কিভাবে ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধার করবেন তার উপায়। 

ফেসবুক-আইডি-হ্যাক-হলে-উদ্ধারের-উপায়

ফেসবুক আইডি হ্যাক হওয়া এখন খুব সাধারণ একটা সমস্যা। অনেক সময় আপনাদের সামান্য ভুলের কারনে ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। তবে চিন্তার কোন বিষয় না আপনাদেরকে ধাপে ধাপে বলব কিভাবে দ্রুত আপনার হ্যাক আইডি উদ্ধার করবেন। 

পোস্টের সুচিপএঃ ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় 

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়, ফেসবুক আইডি হ্যাক হওয়া খুবই সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাকাররা বিভিন্ন কৌশলে আপনাদের আইডির অ্যাক্সেস নিয়ে নেয়। এবং আপনার  ফেসবুক আইডি থেকে আপনার বন্ধুদের কাছে স্প্যাম লিংক বা মেসেজ দিতে পারে। তাই আপনার বন্ধুকে সর্তক করতে বলেন। যে কোনো স্প্যাম লিংক বা মেসেজ ক্লিক না করে।  এবং আপনার নিজের পার্সোনাল ফেসবুক আইডি অন্য কাউকে দেওয়ার আগে ভেবে চিনতে দিবেন সেটা আপনার বন্ধু হোক বা কাছের মানুষ হোক না কেনো।

আরো পড়ুনঃ সরকারি ভাবে কানাডা যাওয়ার উপায় ২০২৫

তবে টেনশান হওয়ার কিছু নেই, কারন সঠিক পদক্ষেপ নিলে সহজেই ফেসবুক আইডি উদ্ধার করে নেওয়া সম্ভব। আমি আপনাকে এই আর্টিকেলে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া জানবো, যা আপনি অনুসরণ করলে দ্রুত আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফেরত নিয়ে আনতে পারবেন।  

ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করুন 

অনেক সময় হ্যাকারে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে। কিন্তুু যদি আপনার ইমেইল বা ফোন নাম্বারে অ্যাক্সেস থাকে, তাহলে সহজেই পাসওয়ার্ড রিসেট করতে পারেন।

 কিভাবে করবেন

  • ফেসবুকের সেটিং অপশনে যান
  • ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন 
  • আপনার ইমেইল বা ফোন নাম্বার দিয়ে আইডি সার্চ করুন 
  • ফেসবুক একটি আপনাকে আপনার ইমেইল বা ফোন নাম্বারে কোড পাঠাবে। 
  • কোড পেয়ে নতুন পাসওয়ার্ড সেট করুন

পাসওয়ার্ড সেট করে আপনি কথাও লিখে সুরক্ষিত জায়গায় রেখে দেন। এমন পাসওয়ার্ড সেট করুন যা আপনার পছেন্দের কোনো শব্দ বা সংখ্যা থেকে তৈরি। এবং আপনি পাসওয়ার্ড মাঝে মাঝে পরিবর্তন করুন। 

ফেসবুক পাসওয়ার্ড রিসেট করা খুবই একটা কঠিন কাজ না। শুধু ধৈর্য ধরে আপনি ধাপে ধাপে  অনুসরণ করুন। 

ফেসবুকের টু ফেক্টর চালু করুন

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায়, ফেসবুকের টু ফ্যাক্টর চালু করার নিয়ম ও নিরাপদ বিষয়ে অনেকেই জানেন না। ফেসবুকের অ্যাকাউন্ট আপনার নিরাপদ রাখা এখন অনেক বড় একটা চ্যালেঞ্জ। এখন দিন দিন হ্যাকিং স্ক্যামের বেড়েই চলেছে। আপনি হয়তো জানেন না আপনার পাসওয়ার্ড যদি কেউ পেয়ে যায়, তাহলে খুব সহজেই আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিতে পারবে। কিন্তুু আপনি যদি টু ফেক্টর চালু করে রাখেন তাহলে আপনি এইসব ঝামেলা থেকে দুরে থাকবেন। 

ফেসবুক-আইডি-হ্যাক-হলে-উদ্ধারের-উপায়

এই টু ফেক্টর এমন একটা নিরাপত্তা ব্যবস্থা, যা চালু করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানলেও কেউ লগিন করতে পারবে না। কারন টু ফেক্টর চালু করে রাখলে আপনার অনুমতি ছাড়া ফেসবুকে ধুকতে পারবে না। আমি আপনাকে ধাপে ধাপে বলবো কি করে টু ফেক্টর চালু করবেন। 

কিভাবে চালু করবেন

ধাপে ধাপে বলছি আপনি সেটা অনুসরণ করুন। 

  • প্রথমে ফেসবুকে আপনার অ্যাকাউন্টে লগইন করেন।
  • সেটিং এবং প্রাইভেসি তে যান, ডানদিকের কোণায় থাকা মেনু আইকন এ ক্লিক করুন। 
  • এবং তারপর সেটিং প্রাইভেসি অপশনে ক্লিক করে সেটিং এ ধুকেন। 
  • সেটিং এ গেলে আপনি Security and login নামে একটা অপশন দেখতে পাবেন। 
  • ওই অপশনে ক্লিক করুন। 
  • security and login পেজে স্ক্রল করে নিচে আসেন
  • সেখানে  "Two Factor Authentication" নামে একটি অপশন দেখতে পাবেন
  •  "Edit" বাটনে ক্লিক করেন 
  • ভেরিফিকেশন পদ্ধতিঃ এখানে আপনি তিনটি অপশন পাবেন
  • SMS মোবাইল নাম্বার দিয়ে কোড পাবেন 
  • Two Factor Authentication বা অন্য অ্যাপ দিয়ে কোড পাবেন
  •  Security Key যদি আলদা হার্ডওয়্যার ব্যবহার করেন
  • সবচেয়ে সহজ হলো  SMS  পদ্ধতি, সেটা আপননকে বলছি 
  • SMS অপশন সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার লিখে কনটিউন বাটনে ক্লিক করেন 
  • ফেসবুক আপনার মোবাইলে একটা কোড পাঠাবে 
  • সেই কোডটি লিখে কনফার্ম করেন 

কোডটি ভেরিফাই করার পর ফেসবুক আপনাকে জানাবে যে "Two Factor Authentication is now turned on " এটা দেখালে ভাববেন চালু হয়ে গেছে। 

এটা একবার চালু করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা কয়েক গুন বেড়ে যাবে। এটা চালু করলে আপনি নিশ্চিতে ফেসবুক ব্যবহার করতে পারবেন। 

ফেসবুকের ইমেইল অ্যাকউন্ট চেক করা

ফেসবুকের ইমেইল অ্যাকাউন্ট চেক করা, আপনারা অনেকেই জানেন না। ফেসবুকের নিরাপত্তা নিয়ে ভাবছেন অনেক কিছু, কিন্তুু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অনেকেই মিস করেন, সেটা ইমেইল চেক করা। ফেসবুকের সাথে ইমেইল অঢাড্রেসটা লিংক করা আছে, সেটার ওপর নির্ভর করে নিরাপত্তা। 

আরো পড়ুনঃ SEO কি এবং কেন 

ধরেন হ্যাকার যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করতে চায়, তার প্রথম টার্গেট হবে আপনার ইমেইল অ্যাকাউন্ট নেওয়ার। কারন আপনার ইমেইল অ্যাকাউন্ট খেকেই পাসওয়ার্ড রিসেট করা যায়। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হলে প্রথমেই আপনাকে ইমেইল অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। 

কিভাবে ইমেইল ঠিক রাখবেন

  • প্রথমে আপনি আপনার ইমেইল অ্যাকাউন্ট লগিন করেন আপনার  জিমেলে। 
  • আপনার ইমেইলের ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করে নেন আপনি। 
  • আপনি যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে আপনি ফরগেট অপশনে গিয়ে পাসওয়ার্ড ফরগেট করে নিন, এবং নতুন পাসওয়ার্ড সেট করুন। 
  • আপনি আপনার ইমেইলে ধুকার পরে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন ;
  • আপনি দেখেন কোনো সন্দেহজনক ইমেইল লগিন আছে কি না। যেমন : " Your Facebook account is compromised " তথবা " Reset your password now " এই ধরনের ইমেইল। 
  • এমন কোনো সন্দেহ লিংক থাকলে সেখানে আপনি ক্লিক করবেন না। 

এবং আপনি যদি ভাবেন আপনার ইমেইল অ্যাকাউন্টে কেছে বা পাসওয়ার্ড আগের মতো শক্তিশালী না তাহলে আপনি দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। যেনো আপনার ইমেইল ঢুকতে না পারে কেউ। 

আপনি দেখেন ইমেইল অ্যাকাউন্ট ফেসবুকের নিরাপত্তা ও নির্ভরশীল।  আপনার ইমেইল চেক করা খুবই জরুরি, কারন হ্যাকাররা প্রথমে ইমেইল অ্যাকাউন্ট টার্গেট করে, তাই ইমেইল ঠিকঠাক থাকলেই আপনার ফেসবুক আইডি নিরাপত্তা থাকবে। 

ফেসবুক হ্যাক থেকে বাঁচার টিপস 

ফেসবুক হ্যাক থেকে বাঁচার টিপস নিয়ে অনেকেই জানেন না আপনার, আপনারা সবাই এখন অনলাইনে অনেক কিছু করেন - সোশ্যাল মিডিয়া চালান, ইমেইল ব্যবহার করেন,ব্যাংকিং করেন। কিন্তুু জানেন কি আপনি এগুলো হ্যাক হওয়ার ঝুঁকি থাকে?  আপনার ব্যক্তিগত তথ্য, এমনকি টাকা -পয়সাও হ্যাকারদের হাতে চলে যেতে পারে। 

আরো পড়ুনঃ  ফ্রিতে অনলাইনে কি করে ইনকাম করবো 2025

তবে ভয় পাওয়ার কোনো কারন নেই, কয়েকটা সহজ টিপস ফলো করলে হ্যাকিং থেকে নিজেকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারবেন৷ টিপস গুলো ধাপে ধাপে বুঝিয়ে বলছি যেনো আপনাদের বুঝতে সুবিধা হয়। 

কিছু টিপস  

অনলাইনে অনেক সময় আপনি অজান্তেই ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলেন। এটা আপনার জন্য বিপদজনক হতে পারে। যেমন :

  • আপনি কারো সাথে পাসওয়ার্ড শেয়ার করবেন না 
  • এবং আপনি অজানতে কোনো থার্ডপাটি ভিপিএন ব্যবহার করবেন না। 
  • ব্রাউজারে অপ্রযোনীয় এক্সাটেশন বা প্লাগইন ব্যবহার করবেন না। 

এবং আপনি সোশ্যাল মিডিয়ায়তে জন্মতারিখ, ফোন নাম্বার ইমেইল ঠিকানা শেয়ার করা থেকে বিরত থাকবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাকে সচেতন থাক জরুরি। হ্যাকিং রোধের প্রথম পদক্ষেপ হলো, নিজে সচেতন থাকা। 

আপনার অনলেইনে সুরক্ষিত থাকা আসলে বড়ো কঠিন কিছু না। শুধু আপনাকে একটু সচেতন থাকা আর নিরাপত্তার কিছু টিপস মানলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। 

শেষ মন্তব্যঃ ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় 

প্রিয় পাঠক আমরা ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের উপায় নিয়ে এই আর্টিকেল লিখেছি। আপনার এই পোস্টটি আসবে, আপনার ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে নিরাপত্তা করবেন, তা নিয়ে এই পোস্ট। আপনি এ পোস্টটি পড়লে আপনি অনেক উপকৃত হবেন। 

প্রিয় পাঠক আজকের এই পোস্টটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনি মন্তব্য করে যাবেন। এবং নতুন নতুন কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইট ফোলো করে রাখুন। 

প্রিয় পাঠক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ। " আল্লাহ হাফেজ " 🌺

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাদিদ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url